উপকরণঃ
- রুই মাছ ২৫০ গ্রাম,
- পিঁয়াজ কুচি ২ কাপ,
- কাঁচামরিচ কুচি ৬টি মরিচ,
- হলুদ ১ চা চামচ,
- মরিচ গুঁড়া ১ চা চামচ,
- লবণ আন্দাজমতো,
- সরিষার তেল আধা কাপ,
- ধনে বাটা ১ চা চামচ,
- লেবুর খোসা কুচি আধা চা চামচ।
প্রণালীঃ
- মাছ ধুয়ে হলুদ মরিচ, ধনে ও লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে।
- তেলে মাছ ভেজে লাল হলে পিঁয়াজ, কাঁচামরিচ, সামান্য লবণ এবং আধা কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে।
- কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে মাছগুলো ভাঙা ভাঙা করে দিতে হবে।
- পানি শুকিয়ে গেলে লেবুর খোসা কুচি দিয়ে ভাজা ভাজা করে মাছ ভাঙা চচ্চড়ি নামাতে হবে।
Leave a Reply