উপকরণঃ
- কই মাছ ৫০০ গ্রাম,
- টকদই ২ টেবিল চামচ,
- হলুদ আধা চা চামচ,
- মরিচ ১ চা চামচ,
- ধনে বাটা ১ চা চামচ,
- পিঁয়াজ বাটা ২ টেবিল চামচ,
- আদা বাটা ১ চা চামচ,
- তেজপাতা ১ টা,
- সরিষার তেল আধা কাপ,
- লবণ আন্দাজমতো,
- কাঁচামরিচ ৮/১০টা।
প্রণালীঃ
- মাছে সামান্য হলুদ, মরিচ ও লবণ মেখে হালকা ভেজে নিতে হবে।
- বাকি তেল গরম করে সব মসলা দিয়ে কিছুণ ভেবে দই ফেটে দিয়ে দিন।
- আর একটু কষিয়ে ১ কাপ পানি দিতে হবে।
- ফুটে উঠলে লবণ ও কাঁচামরিচ দিয়ে ভাজা মাছ দিয়ে দিন।
- ঝোল কমে তেল উপরে উঠলে নামিয়ে নিন।
Haimantee Chakraborty
khub valo hoeche…
S Chatterjee & B Chatterjee
Darun hoyechilo. Khub bhalo khelam.