উপকরণ
- পোলাওর চাল ১ কেজি,
- হাড়বিহীন মুরগির মাংস ১ কেজি,
- পেঁয়াজবাটা ২ টেবিল চামচ,
- রসুনবাটা ১ টেবিল চামচ,
- আদাবাটা ৩ টেবিল চামচ,
- গরম মসলা,
- তেজপাতা ও গোলমরিচ গুঁড়া পরিমাণমতো,
- জয়ত্রীর গুঁড়া ১ টেবিল চামচ,
- টকদই ২০০ গ্রাম,
- লবণ পরিমাণমতো,
- ঘি বা তেল পরিমাণমতো,
- পেঁয়াজ কুচি বড় ৪টি।
প্রণালী
- প্রথমে একটি হাঁড়ি চুলায় বসিয়ে ওতে অর্ধেকটা ঘি গরম করে বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তুলে নিন।
- তারপর মাংসগুলোকে সব মসলা দিয়ে মাখিয়ে ঘি এর মধ্যে ছেড়ে দিতে হবে সামান্য কষে নিয়ে ১/২ চা চামচ লবণ দিয়ে পানি দিয়ে মাংস রান্না করে নিন।
- তারপর পোলাওর চাল ধুয়ে ঝরিয়ে নিন।
- অন্য একটি হাঁড়ি চুলোয় বসিযে ওতে তেল গরম করে নিন।
- তারপর তেজপাতা, গরম মসলা ছেড়ে দিন এবং পোলাওর চাল দিয়ে তাতে সামান্য লবণ দিন।
- পরিমাণমতো পানি দিয়ে পোলাও রান্না করা মাংসের উপর ছড়িয়ে দেবেন।
- এইভাবে সব মেশানো হলে একটু গোলাপ পানি ছিটিয়ে দিন।
- তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি।
- আপনার পছন্দানুযায়ী ডিশে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
Jami
we tried the biryani . From the description above it seemed to be nice . And we cooked exactly the way it says . But “Ripleys Believe it or not” it was just a shit . It didnt taste as biryani rather it was awful.
Bangla Recipe
@Jami/ আপনাদের অভিজ্ঞতার কথা শুনে দুঃখিত।
যারা রেগুলার রান্নাবান্না করেন, তাদের একজনকে রেসিপিটা দেখিয়েছি। তিনি রেসিপিতে কোনো সমস্যা পান নি। তবে ওনার ধারণা আপনারা ৬নম্বর পয়েন্টটিতে গুলিয়ে ফেলে থাকবেন। পোলাওয়ের ভাত ঠিকমতো না ফুটিয়েই হয়তো আপনারা মাংসের সাথে আগেই মিশিয়ে ফেলেছেন।
Satanik Sarkar
bhalo
তানি
ফুটন্ত ভাতে কি রান্না করা মাংস দেয়? এতে মাংসের স্বাদ লাগছে না।
শাহরিয়ার
জয়ত্রীর গুঁড়া ১ টেবিল চামচ, এইটার ইংলিশ নামতা কি?
আরমান
টক দই দিয়ে কি করবো প্রণালীতে তার উল্লেখ নেই।টক দই দিয়ে কি করব ?
shakil
চিকেন বিরিয়ানি তে ডিম দেয়া যাই ।