উপকরণঃ
- আম বাটা ২ টেবিল চামচ,
- মুগ, মসুর, মাসকলাই, অড়হড় ও ছোলার ডাল প্রতিটি ১ মুট করে নিতে হবে
- হলুদ গুঁড়া ১ চা চামচ,
- কাঁচামরিচ ফালি ৫-৬টি,
- জিরা বাটা আধা চা চামচ,
- রসুন কুচি ১ টেবিল চামচ,
- আদা বাটা আধা চা চামচ,
- পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
- তেল ২ টেবিল চামচ,
- তেজপাতা ২টা,
- দারচিনি ২ টুকরা।
প্রণালীঃ
- আম কাটা বাদে ডাল ধুয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করতে হবে।
- ডাল সেদ্ধ হয়ে ঘন হয়ে এলে আম দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে বাগার দিতে হবে।
বাগারের উপকরণঃ
- তেল ২ টেবিল চামচ,
- সরিষা সিকি চা চামচ,
- মেথি ১/৮ চা চামচ,
- দারচিনি ১ টুকরা।
প্রণালীঃ
- তেল গরম করে মেথি, দারচিনি, সরিষার ফোড়ন দিয়ে ডাল বাগার দিতে হবে।
Leave a Reply