উপকরণঃ
- ছানা – ২০০ গ্রাম
- লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ স্বাদ অনুযায়ী
- বেসন – ২০০ গ্রাম
- গরম মশলার গুঁড়ো – ১/২ চা চামচ
- খাবার সোডা – ১/২ চা চামচ
- নুন – আন্দাজমতো
- ভাজার জন্য পরিমাণমতো তেল
- তেঁতুলের ঘন জল – ২ বড় চামচ
প্রণালীঃ
- ছানা লম্বা লম্বা করে পাতলা টুকরো করে নিন।
- এবার বেসনে ময়ান দিয়ে লঙ্কার গুঁড়ো, গরমমশলার গুঁড়ো, নুন, খাবার সোডা, তেঁতুলের জল দিয়ে ভাল করে ফেটিয়ে নিন।
- এবারে ছানার টুকরো এতে ডুবিয়ে তেলে ভেজে নিন।
- গরম গরম পরিবেশন করুন।
Leave a Reply