উপকরণঃ
- দুধ ৪ কাপ
- চিনি ২ কাপ
- গুঁড়ো দুধ ২ কাপ
- বেকিং পাউডার ২ চা চামচ
- ডিম ২ টা
- কর্নফ্লাওয়ার ২ চা চামচ
প্রণালীঃ
- প্রথমে একটি হাড়িতে দুধ ২ কাপ, চিনি ও পরিমান মত পানি মিশিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে জ্বাল দিয়ে ঘন করে রাখুন।
- একটি বাটিতে ২ কাপ গুঁড়ো দুধ নিয়ে সাথে বেকিং পাঊডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- এবার ডিম ফেটিয়ে একটু একটু করে দিয়ে মেশান।।
- মেশানোর পর পছন্দমত গোল বা লম্বাটে করে ঘন দুধের মধ্যে ছাড়ুন।
- এবার রসমালাই সবগুলো ছাড়ার পর হালকা ভাবে নেড়ে ৫-৬ মিনিট পর চুলা থেকে নামান। ঠান্ডা করে পরিবেশন করুন।
উত্সঃ সানজিদা জামান, সাপ্তাহিক ২০০০, ১৩ অক্টোবর ২০০৬
puspa
i donot undersant this [rosomoli] recipe.plese detage the recipe information.thank you.
Bangla Recipe
কমেন্ট-এর জন্য ধন্যবাদ। কিন্তু আমরা বুঝতে পারছি না যে আপনি কোথায় বুঝতে পারছেন না।
Suborna
It’s the egg yolk or yellow. Follow your instruction and found centre portion of “Rolmalai” was hardened! Is there any tips?
Sattar Mb
wow….i am so excited