উপকরণঃ
- বড় চিংড়ি ১০টা (১ কেজির মধ্যে)
- নারিকেল দুধ হাফ কাপ (ঘন), হাফ কাপ (পাতলা)
- মরিচ বাটা ১ চা চামচ
- হ্লুদ গুঁড়া ১ চা চামচ
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- দারুচিনি ২/৩ টুকরা
- পেয়াজ বাটা ১ কাপ
- লেবুর রস ২ টেবিল চামচ
- তেল হাফ কাপ
- কাঁচামরিচ ফালি করে কাটা ৩ টি
- লবণ ১ চা চামচ
- আলু ২৫০ গ্রাম।
প্রাণালীঃ
- আলু চারকোণা করে কেটে ২ টেবিল চামচ ঘি দিয়ে ভেজে নিন।
- তেলে দারুচিনির ফোঁড়ন দিয়ে ওপরের সব মসলা একে একে দিয়ে ভুনে নিন। এবার চিংড়ি দিয়ে ভুনে নিন (ঘন নারিকেল দুধ ও কাঁচামরিচ ছাড়া)।
- পানি শুকালে মাছ কষিয়ে নারিকেল দুধ ও কাঁচামরিচ দিয়ে দমে দিন।
- ঘন হয়ে উঠলে লেবুর রস দিয়ে নামিয়ে নিন।
- এরপর সার্ভ করুন।
সূত্রঃ মাহিরা ফারহিন, যায়যায়দিন, ৩০ জুন, ২০০৬
Tithe
beautiful recipe.
sudeshna chakraborty
khub bhalo kintu cheeni deben na.amar baba pasand karen na.
juhed
আলু বাবহার হলনা, শুধু ভাজতে বলা হল, ফালতু