উপকরণ
- মাটির হাঁড়ি বা মসলা : ১টি,
- গরুর মাংস : ৫০০ গ্রাম,
- বড় পেঁয়াজ : ১ টা কুচানো,
- আদা বাটা : ২ টেবিল চামচ,
- রসুন বাটা : ১ টেবিল চামচ,
- শুকনো মরিচ বাটা : ১০টা, ধনে,
- জিরা বাটা : ২ টেবিল চামচ,
- তেজপাতা : ২টা,
- ছোট এলাচ : ২টা,
- বড় এলাচ : ১টা ,
- জয়ত্রী বাটা : ১ চিমটি,
- জায়ফল বাটা : ১ চিমটি,
- টক দই : ২ টেবিল চামচ,
- তেল : ভাজার জন্য আন্দাজমতো।
পদ্ধতি
- মাটির হাঁড়িতে সমস্ত মসলা মাংসে মাখিয়ে ৫-৬ ঘন্টা রেখে দিন।
- কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি লাল করে ভেজে মসলা মাখানো মাংসে ঢেলে মাঝারি আঁচে হাঁড়ি ঢেকে দিন।
- মাংসের পানি শুকিয়ে সিদ্ধ হয়ে এলে আঁচ বাড়িয়ে দিন।
- হাঁড়ির নিচটা ধরে গেলে নেড়েচেড়ে নামিয়ে আনুন। পাতিলসহ পরিবেশন করুন।
Leave a Reply