উপকরণ
- মুগডাল-আধা কাপ,
- ঝিঙা ২৫০ গ্রাম,
- পেঁয়াজ কুচি ২ টে· চামচ,
- রসুন কুচি ১ চা চামচ,
- আদা মিহি কুচি ১ চা চামচ,
- আস্ত কাঁচা মরিচ ৩/৪টা,
- কাঁচা মরিচ ফালি-২টা,
- লবণ-পরিমাণমতো,
- হলুদ গুঁড়া আধা চা চামচ,
- তেজপাতা ১টা,
- দারচিনি ২ টুকরা,
- তেল ১ টে· চামচ,
- তেল অথবা ঘি-আড়াই টে· চামচ।
প্রণালী
- মুগডাল অল্প ভেজে ১ টে· চামচ পেঁয়াজ, ১ চা চামচ আদা, ১ চা চামচ রসুন, ১ টে· চামচ তেল, কাঁচা মরিচ ফালি, লবণ, হলুদ, তেজপাতা ও ছয় কাপ পানি দিয়ে সিদ্ধ করতে হবে।
- ঝিঙার খোসা ছিলে গোল চাক করে কেটে নিয়ে ডালে দিতে হবে।
- ঝিঙা সিদ্ধ হলে লবণ দেখে বাগার দিতে হবে। আস্ত কাঁচা মরিচ দিয়ে ঢেকে নামাতে হবে।
বাগার প্রক্রিয়া
- দেড় টে· চামচ তেল/ঘি গরম করে দারচিনি ও ১ চা চামচ আদাকুচি দিয়ে ১ চা চামচ রসুন ও ১ টে· চামচ পেঁয়াজ দিয়ে বেশি জ্বালে ভাজতে হবে।
- বাদামি রঙ হলে ডালে ঢেলে দিতে হবে।
উত্সঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ০২, ২০০৫
Leave a Reply