উপকরণঃ
- ছানা – ২৫০ গ্রাম
- চিনি – ১ পেয়ালা/কাপ
- মিছরি ছোটো ছোটো টুকরো করা
- ছোলার ডাল – রাতভর ভিজিয়ে সকালে জল ঝরিয়ে খুব মিহি করে বাটা – ১/৩ পেয়ালা
- বড়া ভাজার জন্য তেল – আন্দাজমতো
- ছোটো এলাচের দানা কয়েকটি
প্রণালীঃ
- ছানাটা শিলে বেটে নিন।
- এর সঙ্গে ডাল বাটা মিশিয়ে ভাল করে ফেটান। এবার এক পেয়ালা চিনিতে ১/৩ পেয়ালা জল দিয়ে ফুটিয়ে ঘন করে রস তৈরি করুন।
- বেশি ঘন করবেন না। এবার ছানার মিশ্রণ থেকে ছোটো ছোটো বড়া তৈরি করে আঙুল দিয়ে একটু গর্ত করে তাতে এক টুকরো মিছরি ও একদানা এলাচ দিয়ে আবার গোল করে বড়া গড়ে নিন।
- কড়াইতে তেল গরম হলে আঁচ কমিয়ে বড়া লালচে করে ভেজে রসে ফেলুন।
Leave a Reply