উপকরণঃ
- বড় আপেল – ৫টা
- ক্রিম – বড় ২ চামচ
- যে কোনও জ্যাম – ২ চা চামচ
- কাজুবাদাম – ৫-৬টা
- গুঁড়ো করা দারচিনি – ১/৪ চা চামচ
- গুঁড়ো চিনি – ১ চা চামচ
- আধখানা লেবুর রস
প্রণালীঃ
- ৪টে আপেলের একটা দিক কেটে নিন।
- খোসা ছাড়াবেন না।
- ভিতরটা আস্তে আস্তে কুরে পরিষ্কার করে নিন।
- এবারে জ্যাম, কাজুর গুঁড়ো মিশিয়ে আপেলে ভরে নিন। অল্প করে ভরবেন।
- এবারে আর একটা আপেলের খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কাটুন।
- এতে চিনি দিয়ে জ্বাল দিয়ে সয়ক্ষনন বানিয়ে নিন। দারচিনির গুঁড়ো দিন, যে আপেলগুলোয় কাজু আর জ্যাম ভরেছেন, তার ওপরে চিনি দিন।
- এবারে একটা পাত্রে সামান্য জল দিয়ে আপেলগুলো সাজিয়ে বেক করুন।
- বেক হয়ে গেলে দেখবেন আপেলের খোসা কুঁচকে গিয়েছে।
- নামিয়ে ঠান্ডা হতে দিন।
- ফ্রিজে রাখবেন না।
Leave a Reply