উপকরণঃ
- মাখন – ১৫০ গ্রাম
- চিনি – ১৫০ গ্রাম
- ডিম – ৩টে
- ময়দা – ২০০ গ্রাম
- ১ চিমটে লবন
- বেকিং পাউডার – দেড় চা চামচ
- কমলালেবু – ১টার রস
- সামান্য কমলালেবুর খোসা কোরানো দিতে পারেন ইচ্ছে হলে।
প্রণালীঃ
- মাখন ও চিনি ভাল করে মেশান।
- মেশাতে মেশাতে যখন সাদা এবং হালকা হয়ে যাবে তখন বুঝবেন যে ফেটানো হয়েছে।
- ডিম ৩টে হালকা করে ফেটিয়ে রাখবেন।
- এবারে ফেটানো ডিমটা অল্প অল্প করে মাখন- চিনির মিশ্রণে মেশান।
- ময়দা, নুন, বেকিং পাউডার একসঙ্গে মেশান। ময়দাটা মেশান হয়ে গেলে কমলালেবুর রসটা মেশান।
- ৭ ইঞ্চি কেকের টিনে মাখন অথবা মার্জারিন মাখিয়ে মিশ্রণটি তাতে ঢেলে দিন।
- এবারে এক ঘন্টার মতো বেক করুন।
- খুব গরম ওভেনে দেবেন না।
emrul kayes toto
tomorrow i’ll try.then i’ll tell about that.i like to cook my self sweets.
thanks
toto
baku-azerbaijan
Riya
Today i will try and i think i can make it properly
sudipto
nice recipes