উপকরণঃ
- পাকা কুমড়ো – ৩০০ গ্রাম
- ছোলা – ১ বড় চামচ (১ রাত ভিজিয়ে নেবেন)
- মটর ডাল – ২ বড় চামচ (রাতভর ভিজিয়ে রেখে পরের দিন বেটে নেবেন)
- তেজপাতা – ২ টো
- শুকনো লঙ্কা – ২ টো
- পাঁচফোড়ন – ১/৪ চা চামচ
- আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা – প্রতিটা ১/২ চা চামচ
- চিনি – ১/৪ চা চামচ
- নুন – আন্দাজমতো
- তেল – বড় ২ চামচ
প্রণালীঃ
- কুমড়ো বড় টুকরো করে ভেজে নিন।
- মটরডাল বাটা অল্প তেলে ভেজে চাপড়া মতো তৈরি করে নিন।
- এবার তেল গরম হলে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা, লঙ্কা, হলুদ, জিরা বাটা দিন।
- ভাজা কুমড়ো, ছোলা দিন।
- নুন ও চিনি দিন।
- সামান্য কষে নিয়ে জল দিন।
- কুমড়ো সিদ্ধ হলে ডালের চাপড়াগুলো দিয়ে দিন।
- ঘন হয়ে এলে ঘি, গরম মশলার গুঁড়ো দিন।
Leave a Reply