উপকরণঃ
- আলু – ৩/৪ টে
- জিরে – ১/৪ চা চামচ
- সরষে – ১/৪ চা চামচ
- কারিপাতা – ৮/১০ টা
- আদা বাটা – ১ চা চামচ
- কাঁচালঙ্কা বাটা – ২টো
- নুন – আন্দাজমতো
- তেল – ১ টেবিল চামচ
- লেবুর রস – ১ চা চামচ
- তিল খোলায় ভাজা – ১ টেবিল চামচ
প্রণালীঃ
- আলু সিদ্ধ করে লম্বা লম্বা করে কেটে নিন।
- তেলে জিরে, সরষে, কারিপাতা ফোঁড়ন দিন।
- আলু দিন, নুন দিন।
- একটু নাড়াচাড়া করে আদা, কাঁচালঙ্কা বাটা দিন।
- লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে আঁচ থেকে নামিয়ে তিলটা মিশিয়ে দিন।
- তিলালু তৈরি।
Leave a Reply