উপকরণঃ
- আলু – ৪ টে ডুমো করে কাটা
- গাজর – ১ টা ডুমো করে কাটা
- বিন – ৭ টা ১ ইঞ্চি সাইজে কাটা
- মটরশুঁটি – আধ কাপ
- পেঁয়াজ – ১ টা সরু করে কাটা
- আদা – ১ চা চামচ মিহি করে কুচোনো
- কাঁচালঙ্কা – ৫/৬ টা লম্বা করে কুচোনো
- কারি পাতা – ৫/৬ টা
- সাদা তেল – ২ টেবিল চামচ
- নুন – স্বাদমতো
- নারকেলের দুধ – ১ টা
প্রণালীঃ
- সব সবজি সিদ্ধ করে নিতে হবে।
- তেল গরম হলে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচালঙ্কা, কারি পাতা দিন।
- পেঁয়াজ কুচি স্বচ্ছ হয়ে এলে সিদ্ধ করা সবজিগুলো দিন।
- নারকেলের দুধ, নুন দিন।
- ফুটে উঠলে ৪/৫ মিনিট ঢিমে আঁচে ফুটিয়ে নামিয়ে ফেলুন।
Leave a Reply