উপকরণঃ
- গাজর – ২০০ গ্রাম
- বিন – ১০০ গ্রাম
- ক্যাপসিকাম – ১ টা
- ফুলকপি – ১ টা ছোটো সাইজের
- রাঙা আলু – ১০০ গ্রাম
- আলু – ২০০ গ্রাম
- কড়াইশুঁটি – ১ কাপ
- পনির – ১০০ গ্রাম
- কাজুবাদাম – ৫০ গ্রাম
- বাটা তেল – ৪ টেবিল চামচ
- লঙ্কাগুঁড়ো – ১ চা চামচ
- আদাবাটা – ১ চা চামচ
- নুন-মিষ্টি – আন্দাজমতো
প্রণালীঃ
- সব সবজি ছোটো ছোটো চৌকো করে কেটে তেলে ভাজুন।
- ভাজা হয়ে এলে পনির টুকরো করে দিন।
- একটু নাড়াচাড়া করে আদা বাটা, কাজু বাটা, লঙ্কাগুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জল দিন।
- সবজি সিদ্ধ হয়ে তেল বেড়িয়ে এলে গরমমশলা আধ চামচ ও ১ চামচ ঘি দিয়ে নামিয়ে নিন।
Leave a Reply