উপকরণঃ
- ছোট সেদ্ধ আলু – ৫০০ গ্রাম,
- ঘি – ৩-৪ টেবিল চামচ,
- শুকনো লাল লঙ্কা – ২টো,
- তেজপাতা – ২টো,
- ধনে গুঁড়ো – ১ চা চামচ,
- জিরা গুঁড়ো – ১/২ চা চামচ,
- আমচুর গুঁড়ো – ১/২ চা চামচ,
- লেবুর রস – ২ টেবিল চামচ,
- ধনে পাতা কুচানো – ২ টেবিল চামচ,
- নুন – আন্দাজমতো,
- চিনি – ১/২ চা চামচ
প্রণালীঃ
- কড়াইয়ে তেল করম করে সেদ্ধ আলুকে ভাল করে ভাজুন লাল হওয়া পর্যন্ত।
- আর একটা কড়াইয়ে তেল গরম করে লাল লঙ্কা আর তেজপাতা দিয়ে দিন।
- এর মধ্যে ভাজা আলু ঢেলে দিন, নেড়ে নিয়ে তার মধ্যে নুন, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আমচুর গুঁড়ো, গরম মরিচ গুঁড়ো দিয়ে ভাজুন।
- একদম শেষে লেবুর রস আর চিনি মিশিয়ে আর একবার ভাজুন আর পরিবেশন করুন ধনেপাতা দিয়ে।
Leave a Reply