উপকরণঃ
- পনির ২০০ গ্রাম
- ক্রিম বড় ২ চা চামচ
- টোম্যাটো ২টো
- চিনি ১/২ চা চামচ
- আদা ১/২ ইঞ্চি মতো বাটা
- কাজুবাদাম বাটা – ৮-১০টা
- রসুনবাটা ১/২ চা চামচ
- লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ
- নুন স্বাদ অনুযায়ী
(এটা মাখনেই রান্না হয়। যদি মাখন দিতে না চান, তাহলে শাদা তেলেই রান্না করবেন।)
প্রণালীঃ
- পনির চৌকো টুকরো করে মাখনে হালকা ভেজে নিন।
- টোম্যাটো নুন চিনি দিয়ে সেদ্ধ করে ছেঁকে পিউরির মত করুন।
- এবার মাখনে আদা, রসুন, কাজুবাদাম বাটা সামান্য কষে নিয়ে পিউরির মত করে রাখা টোম্যাটো দিয়ে লঙ্কা গুঁড়ো, পনির, ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো দিন।
- ৩-৪ মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়ে যে পাত্রে পরিবেশন করবেন তাতে ঢেলে ওপরে ক্রিম দিন।
Leave a Reply