উপকরণঃ
- বিভিন্ন আনাজ — সজনে, আলু, বেগুন, কাঁচকলা
- পেঁয়াজ কুচি — ২টি
- জিরে — ১ চামচ (বাটা)
- নারকেল কোরা — ৪ বড় চামচ (বাটা)
- কাঁচা লঙ্কা দই — ১/২ কাপ
- আস্ত সর্ষে, ধনে কারিপাতা নুন — স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- সমস্ত আনাজ টুকরো করে কেটে সিদ্ধ করে নিন।
- যখন আধ সিদ্ধ হয়ে আসবে তখন এতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, জিরে আর নারকেল বাটা দিন।
- সঙ্গে নুন দিন স্বাদ অনুযায়ী।
- দই ফেটিয়ে নিয়ে সবজিতে দিতে হবে।
- এবার তেল গরম করে নিয়ে সর্ষে, জিরে ফোড়ন দিয়ে সবজিতে ঢেলে দিতে হবে।
- কয়েকটি কারিপাতা ছড়িয়ে দিন।
- আরিয়ল তৈরি।
Leave a Reply