উপকরণঃ
- অড়হড় ডাল — ২ কাপ
- চাল — ২ কাপ
- আদা — ১ টুকরো
- কাঁচা লঙ্কা — ২ থেকে ৩টি
- দই — আধ কাপ
- বেকিং পাউডার — এক চিমটি
- নুন — স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- অড়হড় ডাল, চাল রাতভর ভিজিয়ে রেখে বেটে নিন।
- আদা, লঙ্কা বেটে নিন।
- সব উপকরণ মিশিয়ে সামান্য জল দিয়ে ফেটিয়ে থকথকে করে নিন।
- ছোটো ছোটো বাটিতে ঢেলে ভাপে রান্না করুন।
- যদি টক দিতে চান তবে মিশ্রনটিতে ২ বড় চামচ লেবুর রস মিশিয়ে নেবেন।
- ঢোকলা তৈরি।
Leave a Reply