উপকরণঃ
- বড় বেগুন – ১টা
- পেঁয়াজ – ১টা কুচোনো
- আদা বাটা – ১/২ চা চামচ
- নারকেলের দুধ – ছোটো ১ কাপ
- নারকেল বাটা – ২ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা – ২টি মিহি মুচোনো
- লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
- ভিনিগার – ১ টেবিল চামচ
- নুন – আন্দাজমতো
- তেল – ২ টেবিল চামচ
প্রণালীঃ
- বেগুন পুড়িয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে মসৃণ করে মেখে নিন।
- তেলে পেঁয়াজ, আদা হালকা ভেজে, নারকেল বাটা, কাঁচা লঙ্কা কুচি দিন।
- হালকা ভাজা হলে বেগুন, নারকেলের দুধ, নুন, লঙ্কা গুঁড়ো দিন।
- ভাল করে নাড়াচাড়া করে শুকিয়ে ঘন হয়ে এলে নামান।
Leave a Reply