উপকরণঃ
- পালংশাক – ২৫০ গ্রাম
- ছোলার ডাল – ১ কাপ
- পেঁয়াজ – ১টা
- আদা – ১ ইঞ্চি পরিমাণ
- রসুন – ৪/৫ কোয়া
- কাঁচালঙ্কা – স্বাদ অনুযায়ী
- নুন, চিনি – স্বাদমতো
- তেল – ভাজার জন্য
প্রণালীঃ
- ছোলার ডাল রাতভর ভিজিয়ে সকালে বেটে নিন।
- পালংশাক মিহি করে কুচিয়ে নিন। পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচিয়ে রাখুন।
- আদা, রসুন বেটে নিন।
- এবারে শাক, পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা-রসুন বাটা ডাল বাটায় ভালো করে মিশিয়ে নিন।
- খুব ভালো করে মাখুন।
- এই মিশ্রণ থেকে খানিকটা করে নিয়ে কাবাবের মতো গড়ে ভেজে তুলুন।
Leave a Reply