উপকরণঃ
কোপ্তায় যা লাগবে:
- নারকেল কোরা – ১/২ কাপ
- বাঁধাকপি – খুব মিহি করে কুচোনো ১ কাপ
- কাঁচালঙ্কা বাটা – স্বাদ অনুযায়ী
- নুন, মিষ্টি – আন্দাজমতো
- চালের গুঁড়ো – ২ টেবিল চামচ
- মৌরি বাটা – ১/২ চা চামচ
- সরষের তেল – ভাজার জন্য
ঝোলের জন্য যা লাগবে:
- নারকেলের দুধ – ১ কাপ
- টোম্যাটো – ১ টা কুচোনো
- আদা বাটা – ১ চা চামচ
- লঙ্কা গুঁড়ো – ১/৪ চা চামচ
- মৌরি বাটা – ১/২ চা চামচ
- তেজপাতা – ১টা
- ঘি – ২ চা চামচ
- জিরের গুঁড়ো – ১ চা চামচ
- নুন, চিনি – আন্দাজমতো
- সাদা তেল – ২ টেবিল চামচ
- আস্ত গরমমশলা এলাচ-২/৩টে,
- লবন – প্রয়োজন মত
- দারচিনি – ১ টুকরো
প্রণালীঃ
- নারকেল কোরা বেটে নিন। এবার সেটার সঙ্গে কোপ্তার বাকি সব উপকরণ মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিন।
- তেল গরম করে কোপ্তার মতো গড়ে নিয়ে সোনালি করে ভেজে তুলুন।
- এবারে গরম তেলে গরমমশলা, তেজপাতা ফোঁড়ন দিয়ে আদা বাটা, জিরে গুঁড়ো, মৌরি বাটা, লঙ্কাগুঁড়ো, টোম্যাটো কুচি দিন।
- নুন, মিষ্টি দিয়ে আঁচ কমিয়ে দুঞ্চতিন মিনিট কষুন। কষা হয়ে গেলে নারকেলের দুধ দিয়ে ৩/৪ মিনিট ফোটান। ঘি দিন।
- পরিবেশন পাত্রে কোপ্তাগুলো সাজিয়ে ওপরে ঝোল ঢেলে দিন।
Leave a Reply