উপকরণঃ
- মটর ডাল — ২৫০ গ্রাম
- এঁচোড় – ২০০ গ্রাম (ডুমো ডুমো কাটা)
- ঘি — ১ বড় চামচ
- আদাবাটা — ১/২ চা চামচ
- চিনি — ১/২ চা চামচ
- ছোট এলাচ — ১/২ চা চামচ (গুঁড়ো)
- হলুদ — ১/৪ চা চামচ
- তেল — ১ বড় চামচ
- ফোঁড়নের জন্য লাল শুকনো লাঙ্কা — ২/৩টি (আস্ত)
- জিরা — ১/২ চা চামচ
- তেজপাতা – ২/১টি
প্রণালীঃ
- এঁচোড় এবং ডাল আলাদা আলাদা সিদ্ধ করে নিন।
- তেল গরম হলে জিরে, লঙ্কা, তেজপাতা ফোঁড়ন দিয়ে প্রথমে এঁচোড় তারপরে ডাল দিতে হবে।
- এবারে নুন, হলুদ, চিনি, আদাবাটা, এলাচ গুঁড়ো পরপর দিন।
- সবশেষে দিন ঘি।
- এঁচোড়ের ডাল তৈরি।
Leave a Reply