উপকরণঃ
- বাঁধাকপি — ৫০০ গ্রাম
- ছোলার ডালবাটা — ৫০ গ্রাম
- কুচোনো ধনেপাতা — ১ আঁটি
- কুচোনো কাঁচালঙ্কা — ২টি
- পেঁয়াজ বাটা — ১ চা চামচ
- জিরের গুঁড়ো — ১/২ চা চামচ
- লঙ্কা গুঁড়ো — ১/২ চা চামচ
- বিস্কুটের গুঁড়ো — ২০০ গ্রাম
- ডিম — ১টি
- নুন স্বাদ অনুযায়ী
- ভাজবার জন্য তেল
প্রণালীঃ
- বাঁধাকপি সরু করে কুচিয়ে সামান্য সিদ্ধ করে জল থেকে ছেঁকে নিন।
- এবারে এর সঙ্গে ডিম এবং বিস্কুটের গুঁড়ো বাদে, আর সব মিশিয়ে নিয়ে কাটলেটের আকারে গড়ে ডিমে ডুবিয়ে, বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভাজুন।
- টোম্যাটো সস অথবা ধনেপাতা, পু্দিনার চাটনি সহযোগে পরিবেশন করুন।
Leave a Reply