উপকরণঃ
- দই — ২০০ গ্রাম
- তেল — ২ চা চামচ
- বেসন — ২ বড় চামচ
- লংকা গুঁড়ো — ১/২ চা চামচ
- কুচোনো পেঁয়াজকলি — ১ বড় চামচ
- কুচোনো আদা — ১ চা চামচ
- মেথি — ৭/৮ দানা
- সরষে — ১/৪ চা চামচ
- আস্ত শুকনো লংকা — ৪টে
- বেবি কর্ন — ৫/৬টা
প্রণালীঃ
- দইতে বেসন, আদা কুচি, লংকা গুঁড়ো, নুন আর জল দিয়ে পাতলা করে গুলে নিন।
- তেলে শুকনো লংকা মেথি সরষে ফোঁড়ন দিন।
- আদা কুচি, পেঁয়াজ কুচি, বেবি কর্ন দু টুকরো করে দিন।
- নুন দিন।
- ঘন হলে পেঁয়াজ কলি দিয়ে নামিয়ে নিন।
Leave a Reply