উপকরণঃ
- বড় আলু – ৪/৫ টা
- তেল – ৩ টেবিল চামচ
- নারকেল কোরা – ১ টেবিল চামচ
- পোস্ত – ৩ চা চামচ
- ঘি – ২ চা চামচ
- আদাবাটা – ১/২ চা চামচ
- মৌরি – ১/৪ চা চামচ
- চিনি – ১/৪ চা চামচ
- কাঁচালঙ্কা – ৪/৫ টা
- নুন – স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে চার টুকরো করে নিন।
- পোস্ত, নারকেল মিহি করে পিষে নিন।
- কাঁচালঙ্কা সামান্য চিরে রাখুন।
- তেল গরম হলে আলু সোনালি করে ভেজে তুলে রাখুন।
- এবার মৌরি, কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে ২/৩ মিনিট কষে নিন।
- এইসঙ্গে ঘি দিয়ে দিন।
- মশলা ভাজার গন্ধ বেরোলে আলু, নুন, চিনি দিয়ে ১/২ পেয়ালা মতো জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করুন।
- জল শুকিয়ে তেল ভেসে উঠবে, আলু মশলা জড়িয়ে মাখা মাখা চেহারা হবে। এবারে নামিয়ে ঢেকে রাখুন।
Leave a Reply