উপকরণঃ
- মুগডাল – ১ কাপ
- কাঁচালঙ্কা – ৪/৫ টা
- লবন – ৩/৪ টে
- এলাচ – ৪/৫ টা
- দারচিনি – ৩/৪ টুকরো নুন,
- মিষ্টি – আন্দাজমতো
- আদা বাটা – ১ চা চামচ
- ঘি – ১ চা চামচ
- সাদা তেল – ১ টেবিল চামচ
- তেজপাতা – ২ টো
- কিসমিস – ২৫ গ্রাম
প্রণালীঃ
- মুগডাল খোলায় হালকা করে ভেজে নিন।
- তেল, ঘি একসঙ্গে আঁচে বসান। গরম হলে আঁচ থেকে নামিয়ে লবন, এলাচ, দারচিনি, তেজপাতা, ডাল দিন।
- ভালো করে নেড়েচেড়ে নিন।
- আদা বাটা, কাঁচালঙ্কা, নুন, মিষ্টি দিন।
- জল দিন আন্দাজমতো যাতে ডাল সিদ্ধ হয়ে যায়।
- ডাল ফুটে উঠলে কিসমিস দিন।
- ডাল ঘন হয়ে এলে নামিয়ে নিন।
Leave a Reply