উপকরণঃ
- ছানা – ১৫০ গ্রাম
- মাঝারি সাইজের চিংড়ি খোসা, মাথা এবং পিঠের কালো সুতো ছাড়ানো – ২০০
- গ্রাম লেটুস পাতা – ৪/৫টি
- সিদ্ধ ডিম – ২টি
- টোম্যাটো – ৩টি
- লেবুর রস – ১ চা চামচ
- কুচোনো কাঁচালঙ্কা – ১টি
- মাস্টার্ড – ১/২ চা চামচ
- নুন, গোলমরিচ – স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- ছানা হাত দিয়ে ভেঙে টুকরো করে নিন।
- চিংড়ি নুন গোলমরিচ দিয়ে ২/৪ মিনিট ফুটিয়ে জল থেকে তুলে রাখুন। লেটুস পাতা ধুয়ে জল ঝরিয়ে একটি প্লেটে বিছিয়ে দিন।
- টোমাটো, সিদ্ধ ডিম গোল গোল করে কেটে সাজান।
- এবারে চিংড়ি, ছানা, লবণ, লেবুর রস, গোলমরিচ, লঙ্কা কুচি, মাস্টার্ড চামচ দিয়ে আলগা হাতে মেলাবেন।
- টোম্যাটো, ডিম প্লেটের চারধারে যেটা সাজিয়েছেন তার মাঝখানে মিশ্রণটা ঢেলে ফ্রিজে ঠান্ডা হতে দিন।
Leave a Reply