উপকরণঃ
- হাড়ছাড়া মুরগির মাংস – ১০০ গ্রাম
- হাড়ছাড়া পাঁঠার মাংস – ২০০ গ্রাম
- শশা – ২ টো
- সিমলা লঙ্কা – ২ টো
- পেঁয়াজকলির সবুজ অংশ কুচোনো – ২ টেবিল চামচ
- অলিভ অয়েল – ২ বড় চামচ
- লেবুর রস – ১ টা
- পেঁয়াজ – ১ টা
- টোম্যাটো – ২ টো
- নুন – স্বাদ অনুযায়ী
- গোলমরিচ গুঁড়ো – দেড় চামচ
প্রণালীঃ
- পাঁঠার মাংস এবং মুরগির মাংস দুটোই আলাদা করে সিদ্ধ করে টুকরো করে নিন।
- পেঁয়াজ সরু লম্বা করে টুকরো করুন।
- একটি পাত্রে অলিভ অয়েল, নুন, গোলমরিচ, লেবুর রস ভাল করে মিশিয়ে নিন।
- সিদ্ধ মাংসের টুকরোর মধ্যে সবজিগুলো মিশিয়ে তার মধ্যে অলিভ অয়েলের মিশ্রণটা ঢেলে দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- ওপরে পেঁয়াজকলির সবুজ কুচোনো পাতা ছড়িয়ে দিন।
- স্যালাড তৈরি।
Leave a Reply