উপকরণঃ
- ছোটো পেঁপে – ১টা
- মুসুর ডাল – ২ টেবিল চামচ
- টোম্যাটো -২টো
- নুন, গোলমরিচের গুঁড়ো – স্বাদমতো
- খোলায় ভাজা জিরের গুঁড়ো – ১/২ চা চামচ
প্রণালীঃ
- পেঁপে খোসা ছাড়িয়ে ৫/৬ টুকরো করে নিন।
- টোম্যাটো টুকরো করে নিন।
- ৪ কাপ জলে ডাল, টোম্যাটো, পেঁপে সিদ্ধ করুন। এরমধ্যে নুন, গোলমরিচ দিন।
- সব জিনিসগুলো ঠিকঠাক সিদ্ধ হলে নামিয়ে নিয়ে ছাঁকনিতে ছেঁকে কাথটা বের করে নিন।
Tithe
very good.it’s eryhealthy soup.i like it and i make it my home.