উপকরণঃ
- পাঁঠার মাংসের কিমা – ৫০০ গ্রাম
- টাটকা পাঁউরুটির গুঁড়ো – ৪ টেবিল চামচ
- দুধ – ১/২ কাপ
- মিহি কুচোনো পেঁয়াজ – ২ টেবিল চামচ
- নুন – স্বাদ অনুযায়ী মাস্টার্ড – ১/২ চা চামচ
প্রণালীঃ
- সমস্ত উপকরণ খুব ভাল করে মেশান।
- মিক্সিতে মিশিয়ে নিলে ভালো হয়।
- পাঁউরুটি তৈরি করার টিনে মিশ্রণ দিয়ে কম তাপে বেক করুন।
- বেকিংয়ের সময়টা নিজেদের বুঝে নিতে হবে।
- সরু সেলাই করার কাঁটা ঢুকিয়ে দেখে নিতে হবে।
- যদি কাঁটায় কিছু না লেগে থাকে তবে বুঝবেন মিট লোফ তৈরি হয়ে গেছে।
Leave a Reply