উপকরণঃ
- পাঁঠার মাংস – ৫০০ গ্রাম
- বড় এলাচ – ১০/১২ টা
- টমেটো – ২টো
- ধনে গুঁড়ো – দেড় টেবিল চামচ
- জিরে গুঁড়ো – ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ
- নারকেল বাটা – ১/২ কাপ লাল
- লঙ্কার গুঁড়ো – ১/২ চা
- চামচ ঘি – ৪ টেবিল
- চামচ নুন – স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- কুকারে ঘি গরম করে মাংস দিন।
- ৪/৫ মিনিট কষে নিন এবারে কুচোনো টমেটো, আস্ত বড় এলাচ এবং অন্যান্য সব উপকরণ দিন, নুন দিন।
- ভালো করে কষুন, তেল ছেড়ে এলে আন্দাজমতো জল দিন।
- মাংস সিদ্ধ হলে নামান।
Leave a Reply