উপকরণঃ
- পাঁঠার মাংস – ৫০০ গ্রাম
- পালং শাক – ৫০০ গ্রাম কুচোনো
- কুচোনো আদা – ১ চা চামচ
- রসুন কুচোনো – ৬/৭ কোয়া
- পেঁয়াজ – ২ টো বাটা
- ছোটো এলাচ – ৩/৪ টে
- লবন – ৩/৪ টে
- দারচিনি – ২/৩ টুকরো
- তেজপাতা – ২টো
- মাখন অথবা তেল – ৩ টেবিল চামচ
- গোলমরিচ, লঙ্কা, হলুদ গুঁড়ো – প্রতিটা ১/২ চা চামচ করে
- নুন – আন্দাজমতো
- টমেটো – ২টো ছোটো টুকরো করা
প্রণালীঃ
- তেল অথবা মাখন গরম হলে তাতে আস্ত গরমমশলা, তেজপাতা, পেঁয়াজবাটা, রসুন, আদা কুচি, লঙ্কা, হলুদ, গোলমরিচ দিন।
- সামান্য জল ছিটে দিয়ে কষতে থাকুন।
- সুগন্ধ বেরোলে মাংস দিয়ে নাড়াচাড়া করে জল দিন।
- মাংস সিদ্ধ হলে পালং শাক, টমেটো দিন।
- ঢাকা না দিয়ে রান্না করুন।
- নুন দিন।
- জল শুকিয়ে এলে নামিয়ে নিন।
Leave a Reply