উপকরণঃ
- হাড়ছাড়া যেকোন মাংস – ৫০০ গ্রাম ছোটো ছোটো করে কাটা
- বড় বেগুন – ১ টা ডুমো ডুমো করে কাটা
- পেঁয়াজ – ১টা কুচোনো
- টমেটো পিউরি – ২ টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ
- দারচিনি গুঁড়ো – ১/২ চা চামচ
- জায়ফল গুঁড়ো – ১/৪ চা চামচ
- নুন – স্বাদমতো
- তেল – ৩ টেবিল চামচ
প্রণালীঃ
- বেগুন নুন মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।
- মাংসতে জায়ফল গুঁড়ো, নুন মেখে অন্তত আধঘন্টা রাখুন।
- তেল গরম হলে মাংস দিন।
- পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভাজুন।
- ভাজার সময় মাংস থেকে যে জল বেরোবে সেটা শুকিয়ে গেলে টমেটো পিউরি দিয়ে ২/৪ মিনিট রান্না করুন।
- আন্দাজমতো জল দিয়ে ঢিমে আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।
- বেগুন ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে সামান্য তেলে সাঁতলে নিন।
- মাংস সিদ্ধ হয়ে গেলে বেগুন দিয়ে নাড়াচাড়া করে ঢিমে আঁচে মিনিট দশেক রান্না করে নামান।
Leave a Reply