উপকরণঃ
- মুরগি অথবা পাঁঠার মাংস – ৫০০ গ্রাম
- টকদই – ২০০ গ্রাম
- মাঝারি সাইজের পেঁয়াজ বাটা – ৪টে
- রসুন বাটা – ১ টেবিল চামচ
- আস্ত দারচিনি – ৪/৫ টা
- ছোট এলাচ – ৫/৬ টা
- লবন – ৫/৬ টা
- তেজপাতা – ২/৩ টে
- নুন – আন্দাজমতো
- চিনি – ১ চা চামচ
- ঘি – ১০০ গ্রাম
প্রণালীঃ
- সমস্ত কিছু দিয়ে মাংস মেখে রাখুন ৫/৬ ঘন্টা।
- কড়াইতে ঘি দিন।
- ঘি গরম হওয়ার আগেই মাখা মাংসটা দিয়ে দিন।
- ঢাকা দিয়ে ঢিমে আঁচে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
- জল সাধারণত দরকার হয় না, যদি দরকার হয় তাহলে জল গরম করে দেবেন।
- জল শুকিয়ে ঘি বেরিয়ে এলে কোরমা তৈরি।
Leave a Reply