উপকরণঃ
- মাছ — ২৫০ গ্রাম
- তেল — ২ বড় চামচ
- আটা — ২ চা চামচ
- গুঁড়ো হলুদ — আধ চামচ
- গুঁড়ো ধনে — ২ চা চামচ
- ভাজা পাঁচ ফোঁড়নের গুঁড়ো — ১ চা চামচ
- ফোঁড়নের জন্যে সর্ষে — আধ চা চামচ
প্রণালীঃ
- নুন হলুদ মাখিয়ে মাছ হালকা করে সাঁতলে নিন।
- তেলে আটা আর ধনে গুঁড়ো সামান্য ভেজে এক কাপ জল দিন।
- ফুটে উঠলে মিনিট পাঁচেক বাদে আদার রস চিপে দেবেন, ছিবড়েটা ফেলবেন না যেন।
- আরও ২/৩ মিনিট ফুটিয়ে নামিয়ে দিন।
- এবার ১ চামচ তেলে সর্ষে ফোঁড়ন দিয়ে আদার ছিবড়েটা দিন।
- মাছটা ঢেলে দিন, নামানোর আগে ভাজা পাঁচ ফোঁড়নের গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন।
- সাদা ভাতের সাথে পরিবেশন করুন।
Leave a Reply