উপকরণঃ
- যে কোনও বড় মাছ টুকরো করা – ৫০০ গ্রাম
- নারকেল কোরা – ১/২ খানা
- আদা বাটা – ১ চা চামচ
- তেজপাতা – দু-তিনটে
- ছোটো এলাচ – ৩/৪টে
- দারচিনি – দু-তিন টুকরো
- লবন – ৪/৫টা
- কাঁচা লঙ্কা চেরা – ৩/৪ টে
- ভাজার জন্যে তেল – প্রয়োজনমতো
- মাখন – ২ চা চাঅচ নুন – স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- নারকেল কোরায় ১ কাপ গরম জল দিয়ে দুধ বার করে নিন।
- মাছের টুকরোতে নুন, হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলুন।
- এবারে অন্য একটা কড়াতে নারকেল দুধ ঢেলে আঁচে চড়ান।
- এতে লবন, এলাচ, দারচিনি, নুন, তেজপাতা দিন।
- ফুটতে শুরু করলে মাছ দিন।
- ঝোল কমে এলে কাঁচালঙ্কা দিন।
- ২/১ মিনিট ফোটান।
- মাখন দিয়ে নামিয়ে নিন।
- ইচ্ছে হলে ১/৪ চা চামচ চিনি দিতে পারেন।
Leave a Reply