উপকরণঃ
- যেকোন মাছ ফিলে করা – ২৫০ গ্রাম
- নুন, গোলমরিচ – আন্দাজমতো
- লেবুর রস – ১ চা চামচ
- রসুনের রস – ১ চা চামচ
- সয়াসস – ১ টেবিল চামচ
- জমা মাখন – ২/৩ টুকরো
- পালং পাতা সাঁতলানো – ১৫/২০ টা চাল – ১/২ কাপ
প্রণালীঃ
- মাছে নুন, মরিচ, লেবুর রস, রসুনের রস মাখিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখুন।
- ভাতটা রান্না করে একটা প্লেটের মাঝখানে রাখুন।
- সয়াসস ফুটিয়ে নামিয়ে নিয়ে তাতে জমা মাখনের টুকরো দিন।
- লেবুর রস দিন।
- মাছ গ্রিল করে নিন অথবা ভেজে নিন।
- ভাতের ওপরে মাছটা সাজিয়ে নিন।
- মাছের ওপরে সাঁতলানো পালং পাতা দিন।
- তার ওপরে মাখন দেওয়া সয়াসস ঢেলে দিন।
Leave a Reply