উপকরণঃ
- কাঁটা ছাড়া যে কোনও মাছ- ৫০০ গ্রাম
- মুগডাল – ১/২ কাপ
- রসুন – ৮/১০ কোয়া
- বাটা পেঁয়াজ – ১ টা বাটা
- লঙ্কা গুঁড়ো – ১/৪ চা চামচ
- গরমমশলা – ১/৪ চা চামচ
- নুন, মিষ্টি – স্বাদমতো
- তেল – পরিমাণমতো
- বেসন – ১ চা চামচ
- তেজপাতা – ২টো
- আদাবাটা – ১/৪ চা চামচ
- জোয়ান বাটা – ১ চা চামচ
- জিরে, লঙ্কার গুঁড়ো – ১/২ চা চামচ করে
প্রণালীঃ
- মাছের ছাল, কাঁটা ভালো করে ছাড়িয়ে নিন।
- ডাল ২/৩ ঘন্টা ভিজিয়ে মিহি করে বেটে নিন।
- কাঁটা ছাড়ানো মাছটা সিদ্ধ করে সব মশলা মেখে ঘন্টা খানেক রেখে দিন।
- তেল গরম করে পাকোড়ার মতো মতো ভেজে তুলে রাখুন।
- কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে তেজপাতা, বেসন, আদাবাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে জোয়ান বাটা দিন।
- সুগন্ধ বেরোলে জিরে, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ২/১ মিনিট কষে জল দিন।
- ফুটে উঠলে পাকোড়া দিয়ে ২/৪ মিনিট ফুটিয়ে নিন।
Leave a Reply