উপকরণঃ
- মাছ — ৫০০ গ্রাম (যে কোনও মাছ দিতে পারেন)
- লঙ্কা গুঁড়ো — ১ চা চামচ
- হলুদ গুঁড়ো — ১/৪ চা চামচ
- ধনে গুঁড়ো — ১/৪ চা চামচ
- পেঁয়াজ কুচি — ১/৪ কাপ
- কাঁচা লঙ্কা — ২ টো
- আদা — ছোট টুকরো
- কাঁচা আম — ১ টা
- নুন — স্বাদ অনুযায়ী
- নারকেল কোরা — ১/২ কাপ
- রসুন — ৮-১০ কোয়া
- কারিপাতা — ৬-৭ টা
প্রণালীঃ
- মাছ ছোট টুকরো করে তাতে কাঁচা লঙ্কা চিরে, থেঁতো করা রসুন এবং টুকরো করা কারিপাতা মাখিয়ে রাখুন।
- খোসা সমেত আম লম্বা লম্বা টুকরো করে মাছে দিন।
- এবার ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো পেস্টের মতন করে মাছে মাখিয়ে পেঁয়াজ কুচি ছড়ান।
- কড়ায় জল, নুন দিয়ে মশলা মাখানো মাছ ঢাকা দিয়ে কম আঁচে ১০ মিনিট রান্না করার পর, নারকেল কোরা পিষে দিন এবং আরও ২-৩ মিনিট রান্না করুন।
- দক্ষিণ ভারতীয়রা নারকেল তেল ব্যবহার করেন।
- আপনারা হয় সাদা তেল অথবা অলিভ অয়েল ১ বড় চামচ গরম করে মাছে দিন। মাছ তৈরী।
Leave a Reply