উপকরণঃ
- যে কোনও কাঁটাহীন মাছের ফিলে – ৭/৮ খানা
- কোরানো চিজ – ১ টেবিল চামচ
- পেঁয়াজ – ১ টা লাল
- লঙ্কার গুঁড়ো – ১/৪ চা চামচ
- মাখন – ১/২ বড় চামচ
- চাল – ১ কাপ
- নুন – আন্দাজমতো
প্রণালীঃ
- মাছের ফিলে জলে সিদ্ধ করুন।
- সিদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে নিয়ে ছোট ছোট টুকরো করুন।
- ভাত রান্না করে নিন।
- ভাত রান্না করার সময় আস্ত পেঁয়াজটার খোসা ছাড়িয়ে ভাতে দিয়ে দেবেন।
- ভাত রান্না হয়ে গেলে ফ্যানটা ঝরিয়ে নিন।
- পেঁয়াজটাও তুলে ফেলে দিন।
- ভাত আর মাছ মেশান।
- তাতে স্বাদ অনুযায়ী নুন দিন।
- মাখন গলিয়ে মিশিয়ে দিন।
- এবারে যে পাত্রে বেক করবেন সেটাতে সাদা তেল অথবা মাখন মাখিয়ে রাখুন।
- ভাত ও মাছের মিশ্রণটা ওই পাত্রে ধেলে দিন।
- ওপরে কোরানো চিজ এবং লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিন।
- এবার বেক করতে দিন।
- হালকা বাদামি রঙ হলেই নামিয়ে নিন।
- এবার পরিবেশন এবং খাবার পালা।
Leave a Reply