উপকরণঃ
- মুরগির মাংসের কিমা – ২৫০ গ্রাম
- আদা বাটা – ১/২ চা চামচ
- রসুন বাটা – ১ চা চামচ
- সয়াসস – ২ চা চামচ
- চিনি – ১ চা চামচ
- একটি ডিমের শুধু সাদা অংশ
- রান্না করা ভাত – ২ কাপ
- নুন, গোলমরিচ – স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- ভাত একটু শক্ত থাকতে নামিয়ে ফ্যান ঝরিয়ে রাখুন।
- মুরগির কিমাতে, আদা, রসুন বাটা, সয়াসস, চিনি, নুন, গোলমরিচ, ডিমের সাদা অংশটা খুব ভাল করে মিশিয়ে নিন।
- এবারে ভাতটা একটা চ্যাটালো বাসনে ঢেলে নিন।
- কিমা থেকে ছোট ছোট কোপ্তার আকারে গড়ে নিয়ে ভাতের ওপরে রোল করে দিন।
- এবারে ১৫ মিনিট ভাপে রান্না করুন।
Leave a Reply