উপকরণঃ
- মুরগি – ১ কেজি (টুকরো করা)
- সাদা তেল – ৫ বড় চামচ
- ধনে গুঁড়ো – ১/৪ চা চামচ
- জিরে গুঁড়ো – ১/৪ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ
- বড় পেঁয়াজ – ১টি, কুচোনো
- Tomato puree – বড় দু চামচ
- আখরোট মিহি করে কাটা – ১ কাপ
- জল – ৩ কাপ
- নুন – আন্দাজমত
- দারচিনি গুঁড়ো – ১/২ চা চামচ
- লেবুর রস – বড় ১ চামচ
- বেদানা বা ডালিমের রস – ১/২ কাপ
- চিনি – ২ চা চামচ
- জাফরান – ১/৪ চা চামচ
- গরম জলে ভিজিয়ে ঢেকে রাখুন
প্রণালীঃ
- তেল গরম হলে ধনে, জিরে, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে মুরগির টুকরো হাল্কা বাদামী করে ভাজুন।
- Tomato puree ভাল করে মিশিয়ে দিন।
- এবার মেশাতে হবে আখরোটের গুঁড়ো, খেয়াল রাখতে হবে আখরোট যাতে পুড়ে না যায়।
- জলে চিনি, গোলমরিচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, লেবু এবং ডালিমের রস দিয়ে ঢাকা দিয়ে ঢিমে আঁচে ২০/২৫ মিনিট রান্না করুন।
- হয়ে গেলে জাফরান দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।
Leave a Reply