উপকরণঃ
- মুরগি – ১ কেজি (৮/৯ টুকরো করা)
- ফেটানো দই – ৫০ গ্রাম
- কাঁচা লঙ্কা – ৩/৪টি
- পেঁয়াজ – ২০০ গ্রাম (মিহি করে কোরানো)
- আদা, রসুন বাটা – ১ টেবিল চামচ
- দারুচিনি – ২/৩ টুকরো
- কাজুবাদাম – ৫০ গ্রাম (বাটা)
- গোলমরিচ – ৭/৮টি
- ছোট এলাচ – ৫/৬টি
- ধনেপাতা – ১ আঁটি
- পুদিনা পাতা – ১ আঁটি
- টাটকা ক্রিম – ২ টেবিল চামচ
- জিরে – ১/২ চামচ
- ধনে – ১/২ চামচ
- হলুদ গুঁড়ো -১/৪ চা চামচ
- তেল – ২ টেবিল চামচ
- নুন – স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- দারুচিনি, ছোট এলাচ, জিরে, ধনে গুঁড়ো করে নিন।
- কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা, কাজুবাদাম, ভাজা পেঁয়াজ – সব বেটে নিন।
- এবার মুরগির টুকরোতে আদা রসুন বাটা, দই আর সবুজ মশলাটা মেখে রাখুন।
- তেল গরম করে সেই মাখা মুরগি দিয়ে কষতে থাকুন, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে।
- নুন আর হলুদ দিয়ে এক কাপ গরম জল দিন।
- এবার সব মশলা ভাল করে মিশিয়ে ঢিমে আঁচে রাখুন।
- সিদ্ধ হলে ক্রিম নিয়ে নামান।
- ক্রিম দিয়ে আর ফোটাবেন না।
Leave a Reply