উপকরণঃ
- মাঝারি সাইজের মুরগি – ১টা
- চার টুকরো করা মাঝারি সাইজের চিংড়ি – ৭/৮টা
- তেজপাতা – ১টা
- রসুন কুচি – ২ কোয়া
- পেঁয়াজ কুচি – ১টা
- মাখন – ২ টেবল চামচ
- নুন গোলমরিচ স্বাদ অনুযায়ী সসের জন্যে লাগবে
- টোমাটো পিউরি – ছোট ১প্যাকেট
- চিকেন সিদ্ধ জল অথবা এমনি জল – ১ কাপ
- চিনি – ১/৪ চা চামচ
- কর্ন ফ্লাওয়ার – ২ বড় চামচ
প্রণালীঃ
- মাখন গলিয়ে বাদামি করে নিন, এতে মুরগির টুকরো হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
- এবারে মাখনে পেঁয়াজ, রসুন কুচি, তেজপাতা, চিংড়িমাছ দিয়ে খুব কম আঁচে রান্না করুন।
- চিকেন সিদ্ধ জলের অর্ধেকটা নিয়ে ফোটান।
- কর্ন ফ্লাওয়ার বাকি অর্ধেক চিকেন সিদ্ধ জলে গুলে নিন, টোমাটো পিউরি এবং কর্ন ফ্লাওয়ার গোলা দিন।
- ফুটতে দিন ক্রমাগত।
- নাড়বেন ফুটে উঠলে।
- আঁচ কমিয়ে ৫/৬ মিনিট ফোটান।
- চিনি দিন।
- সামান্য Worcester Sauce দিতে পারেন।
- এবারে ভাজা মুরগির টুকরোগুলো একটা প্লেটে রাখুন।
- তার উপরে চিংড়ি মাছ দিন।
- তার উপরে টোমাটো পিউরি কর্ন ফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিন।
Leave a Reply