উপকরণঃ
- মুরগি – ৫০০ গ্রাম
- নারকেল – ১টা
- পেঁয়াজ – ২টো
- কুকোনো বাটার জন্যে যা লাগবেঃ-
পোস্ত- ২ চা চামচ
সরষে – ১/২ চা চামচ
মেথি – ১০/১২ দানা
আদা – দেড় ইঞ্চি
রসুন – ৫/৬ কোয়া - জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো – প্রতিটা ১/২ চা চামচ করে
- ভিনিগার – ১ টেবিল চামচ
- ঘি – দেড় চামচ
- নুন – আন্দাজমতো
প্রণালীঃ
- মুরগি ছোটো টুকরো করে নুন দিয়ে সিদ্ধ করে নিন।
- নারকেলের দুধ বার করে নিন দেড় কাপ।
- ঘিয়ে পেঁয়াজ হালকা ভেজে বাটা এবং গুঁড়ো মশলা সব দিন।
- অল্প জলের ছিটে দিয়ে কষে নিন।
- মুরগি যেটা সিদ্ধ করেছেন জল সুদ্ধ মশলায় দিন।
- নারকেলের দুধটা দিন।
- ঢাকা না দিয়ে রান্না করুন ৩/৪ মিনিট।
- সবশেষে ভিনিগার মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলুন।
Leave a Reply