উপকরণঃ
- হাড় ছাড়া মুরগি – ৫০০ গ্রাম (ছোটো ছোটো টুকরো করা)
- পুদিনা পাতা, ধনে পাতা বাটা – ২ টেবিল চামচ প্রতিটা
- কাঁচালঙ্কা বাটা – স্বাদ অনুযায়ী
- নুন – স্বাদ মতো
- সাদা তেল – ৩ টেবিল চামচ
- চিনি – ১/২ চা চামচ
- লেবুর রস – ১ চা চামচ
প্রণালীঃ
- ধনে, পুদিনা, কাঁচালঙ্কা বাটা নুন, চিনি, লেবুর রস দিয়ে ৩/৪ ঘন্টা মেখে রাখতে হবে।
- তেল অথবা ঘি গরম হলে মাখা মুরগিটা দিন।
- ভালো করে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে রান্না করুন।
- জল দেবেন না, ঢাকাও দেবেন না।
- মাঝে মাঝে নেড়ে দিন।
- সিদ্ধ হয়ে তেল ছেড়ে এলে নামিয়ে নিন।
Leave a Reply