উপকরণঃ
- মুরগি – ৫০০ গ্রাম
- পেঁয়াজ মাঝারি সাইজের – ২টো
- আদা – ১ ইঞ্চি
- কাঁচা লঙ্কা – ২/৩ টে
- সাদা তেল – ২ টেবিল চামচ
- তেজপাতা – ২টো
- ছোট এলাচ – ২/৩ টে
- বড় এলাচ – ২/৩ টে
- লবন – ২/৩ টে
- দারুচিনি – ৩/৪ টুকরো
- গোলমরিচ – ৪/৫ টা
- রসুন বাটা – ১ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো – ১/৪ চা চামচ
- লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
- ধনে গুঁড়ো – ২ চা চামচ
- দই – ১০০ গ্রাম
- কসৌরি মেথি – ১ টেবিল চামচ
- গরমমশলা – ১/২ চা চামচ
- নুন – স্বাদ অনুযায়ী
- ধনে পাতা কুচি – ২ চা চামচ
প্রণালীঃ
- মুরগি টুকরো করে নিন।
- পেঁয়াজ, আদা, কাঁচালঙ্কা মিহি করে কুচিয়ে নিন।
- তেল গরম হলে তাতে ছোট এলাচ, বড় এলাচ, লবন, দারচিনি, গোলমরিচ, তেজপাতা দিন।
- মশলার গন্ধ বেরোলেই পেঁয়াজ কুচি দিন।
- পেঁয়াজ গোলাপী হয়ে এলে আদা কুচি, রসুন বাটা, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচালঙ্কা কুচি দিন।
- মিনিটখানেক নাড়াচাড়া করে মুরগির টুকরোতে দই ফেটিয়ে দিন।
- আঁচে ৭/৮ মিনিট রান্না করুন।
- কসৌরি মেথি দিন।
- ১/২ কাপ জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করুন।
- মুরগি সিদ্ধ না হলে একটু জল দিতে পারেন।
- সিদ্ধ হয়ে গেলে গরমমশলা গুঁড়ো নুন দেবেন।
- ওপরে ধনেপাতা ছড়িয়ে দিন।
Leave a Reply