উপকরণঃ
- মুরগি – ৭৫০ গ্রাম
- পেঁয়াজ বাটা – ৩০০ গ্রাম
- আদা বাটা – ৫ গ্রাম কাঁচা
- লঙ্কা বাটা – ৩/৪ টি
- গুঁড়ো লঙ্কা – ১ টেবিল চামচ
- ধনে গুঁড়ো – ১ টেবিল চামচ
- বড় এলাচ – ২টি
- তেল – ৩ টেবিল চামচ
- নুন – স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- মুরগি বড় বড় টুকরো করে কেটে নিতে হবে।
- তেল গরম হলে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মুরগি বাদামি করে ভেজে নিতে হবে।
- এবার নুন, লঙ্কা, ধনে গুঁড়ো, এলাচ দিয়ে ভাল করে মিশিয়ে আধ কাপ মতন জল দিয়ে ঢিমে আঁচে রান্না করুন, যতক্ষণ না মুরগি সিদ্ধ হয়ে মাখা মাখা হচ্ছে।
Leave a Reply